আমাদের গ্রুপ সম্পর্কিত কিছু কথা:- >গ্রুপ মানেই হচ্ছে একটি পরিবার। তাই পরিবারের মতোই কোন মেম্বার সমস্যায় পড়লে, সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন। সবার সাথে সবাই ভালো ব্যবহারের চেষ্টা করবেন। এক্ষেত্রে অনেকেই মনে করেন আমি তো Admin না, আমি কেন হেল্প করবো? আসলে পরিবারের কেউ সমস্যায় পড়লে, আর সেই সমস্যার সমাধান পরিবারের অন্য সদস্যের জানা থাকলে, অবশ্যই তাকে (যে সমস্যায় পড়েছে) সাহায্য করা উচিত। > সবাই যে সব কিছুই জানবে এমন নয়। তাই কেউ কিছু না জানলে, সেটা কাউকে নিয়ে ব্যঙ্গ করবেন না।। > সবাইকে একটা অনুরোধ "সবাই গ্রুপে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন। পোস্ট করার আগে গ্রুপের নীতিমালা গুলো দেখে নিন↓↓↓ >add me অথবা গ্রুপে আজে বাজে (18+) পোষ্ট করা যাবে না।। >নিজের প্রফাইল এর কোন ছবি শেয়ার করা যাবেনা। >whatsapp এর গ্রুপ নিয়ে পোস্ট করা যাবেনা। >autolike অথবা spam পোস্ট ডিরেক্ট ব্যান করা হয়। >কোন পোস্ট এর নিচে বাজে কমেন্ট করা যাবে না। > কোন কিছু বিক্রি অথবা বিনিময় এর জন্য পোস্ট করা সম্পূর্ণ নিষেধ। > কোন মেয়ের পোস্টে আজেবাজে কমেণ্ট বা ইভটিজিং করবেন না (আসল প্রোফাইল হোক বা নকল)।মনে রাখবেন আপনারও মা- বোন আছে তারাও ফেসবুক ইউজ করে। উপরের কাজগুলো করলে ডিরেক্ট ব্যান করা হবে। এছাড়া যেকোন অপ্রীতিকর কিছু দেখলে admin তা ব্যান করতে পারে। এই গ্রুপটি আপনাদের হেল্প এর জন্য।
Home
»
»Unlabelled
» আমাদের গ্রুপ নিয়ে কিছু কথা।
আমাদের গ্রুপ নিয়ে কিছু কথা।
আমাদের গ্রুপ সম্পর্কিত কিছু কথা:- >গ্রুপ মানেই হচ্ছে একটি পরিবার। তাই পরিবারের মতোই কোন মেম্বার সমস্যায় পড়লে, সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন। সবার সাথে সবাই ভালো ব্যবহারের চেষ্টা করবেন। এক্ষেত্রে অনেকেই মনে করেন আমি তো Admin না, আমি কেন হেল্প করবো? আসলে পরিবারের কেউ সমস্যায় পড়লে, আর সেই সমস্যার সমাধান পরিবারের অন্য সদস্যের জানা থাকলে, অবশ্যই তাকে (যে সমস্যায় পড়েছে) সাহায্য করা উচিত। > সবাই যে সব কিছুই জানবে এমন নয়। তাই কেউ কিছু না জানলে, সেটা কাউকে নিয়ে ব্যঙ্গ করবেন না।। > সবাইকে একটা অনুরোধ "সবাই গ্রুপে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন। পোস্ট করার আগে গ্রুপের নীতিমালা গুলো দেখে নিন↓↓↓ >add me অথবা গ্রুপে আজে বাজে (18+) পোষ্ট করা যাবে না।। >নিজের প্রফাইল এর কোন ছবি শেয়ার করা যাবেনা। >whatsapp এর গ্রুপ নিয়ে পোস্ট করা যাবেনা। >autolike অথবা spam পোস্ট ডিরেক্ট ব্যান করা হয়। >কোন পোস্ট এর নিচে বাজে কমেন্ট করা যাবে না। > কোন কিছু বিক্রি অথবা বিনিময় এর জন্য পোস্ট করা সম্পূর্ণ নিষেধ। > কোন মেয়ের পোস্টে আজেবাজে কমেণ্ট বা ইভটিজিং করবেন না (আসল প্রোফাইল হোক বা নকল)।মনে রাখবেন আপনারও মা- বোন আছে তারাও ফেসবুক ইউজ করে। উপরের কাজগুলো করলে ডিরেক্ট ব্যান করা হবে। এছাড়া যেকোন অপ্রীতিকর কিছু দেখলে admin তা ব্যান করতে পারে। এই গ্রুপটি আপনাদের হেল্প এর জন্য।
এর দ্বারা পোস্ট করা
Unknown
একটি মন্তব্য পোস্ট করুন
bloggerspicebd
433743830038176
nyc.
nyc.
উত্তরমুছুন